সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
তদন্তের নির্দেশ আদালতের

ফেনীতে শহীদ মাসুদ হাত্যা মামলায় পাসপোর্ট ‘জালিয়াতি’ করে যুবলীগ নেতার জামিন 

ফেনী প্রতিনিধি

ফেনীতে শহীদ মাসুদ হাত্যা মামলায় পাসপোর্ট ‘জালিয়াতি’ করে যুবলীগ নেতার জামিন 

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর  মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মো. শাহজাহানের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি করে জামিন পাওয়ার অভিযোগ উঠেছে। 

গত বুধবার ফেনী মডেল থানার ওসিকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগ দপ্তর সম্পাদক মো. শাহজাহানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এর পর গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। 

গত ১২ নভেম্বর পাসপোর্টে ভুয়া বহির্গমন ও আগমন সিল ব্যবহারের অভিযোগ উত্থাপন করে তার জামিন বাতিলের আবেদন করে এ মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া  বলেন, পাসপোর্ট জালিয়াতি করে জামিন নিয়েছে আসামি। এজন্য আদালতে তার জামিন বাতিল চেয়ে আবেদন করেছে বাদীপক্ষ। 

গত বুধবার আসামির উপস্থিতিতে এ বিষয়ে ফেনী মডেল থানার ওসিকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া তার পাসপোর্টটিও জব্দ করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, এখনো কোনো আদেশ পাইনি। আদেশ পেলে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

টিএইচ